কবিতা : মাতৃভূমির বুকে শকুনের ত্রাস

আজ মানবিক মানুষগুলো কুকুরের অনাহার দেখে

কুঁকড়ে মরে মিডিয়ার হলুদ স্ক্রিনে,

অনাহারি নারীর ক্ষুধার জ্বালায়

সন্তান বেচার গল্প কখনো যায় না তাদের কানে

আজ খালি শিশির ফোঁটা ফোঁটা তেলে

কত ছটাক হয় ঐ পিতা জানে।

যার ঘরে অভুক্ত সন্তান ফ্যাল ফ্যাল চেয়ে রয় 

শূন্য হাঁড়ির পানে।

আজ পাঁচ শত টাকার বালিশ কেনা হয় লক্ষ টাকা দামে

আজ রাজপথ রঞ্জিত হয় শ্রমিকের তাজা রক্ত আর ঘামে।

আজ স্বাধীনতাকে হত্যা করা হয় স্বাধীনতার চেতনার নামে,

আজ ভোটাধিকার বঞ্চিত জাতি প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে বুলেট বারুদের সামনে।

আজ গৃহ ছেড়ে বনে বাদাড়ে ঘুমায় বাংলার লাখো ছেলে,

লীগ পুলিশের রোষানলে তারা বিরোধী দলের নেতাকর্মী বলে।

আজ ভাইয়ের বদলে ভাই, পিতার বদলে সন্তান, স্বামীর বদলে স্ত্রী গ্রেফতার বিনা অপরাধে

নিপীড়নের স্ট্রিম রোলার তুলে দিয়েছে নিরপরাধ মানুষের কাঁধে।

আজ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে ডিজিটাল আইন করে,

নির্যাতিত জনতা তালা মেরে মুখ রাখে ঢেকে পিঠ বাঁচানোর তরে।

গুম হয়েছে শত শত জন ভোটাধিকার চাওয়ার ফলে,

পিতৃহারা অবুঝ শিশু ফটো নিয়ে দ্বারে দ্বারে ঘুরে পিতার মুখটি দেখবে বলে।

আজ আকাশ বাতাশ প্রকম্পিত হয় সন্তানহারা মায়ের আর্তনাদে,

তবু জালিমের বুক কাঁপে না, মন গলে না, আসীন হয়ে থাকে মসনদে।

আজ মুক্তিকামী জনতা হুলিয়ার ভয়ে মরে ধুঁকে ধুঁকে

শকুরনেরা আজ ত্রাসের রাজত্বে লিপ্ত প্রিয় মাতৃভূমির বুকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *